ডেক্স রিপোর্টঃ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও পাঠক প্রিয় জনপ্রিয় অনলাইন দৈনিক সমাজের আলো’র সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোঃ ইয়ারব হোসেনের মাতা ও তুজুলপুর গ্রামের মৃত ঈসহাক মোড়লের স্ত্রী ছফুরা
বেগম (৯৫) শনিবার রাত ৮ টার দিকে, বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মহুরুমের জানাজা নামাজ সাতক্ষীরা সদরের তুজুলপুরস্থ ঈদগাহ ময়দানে, রোববার (২৪ জানুয়ারী) যোহর নামাজ বাদ সম্পন্ন হয়েছে।
উক্ত জানাজা নামাজে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী নিউজ সাতক্ষীরার বার্তা সম্পাদক রেজওয়ান উল্লাহ দৈনিক মাতৃ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম সাদী, জয়যাত্রা টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি ফারুক রাজ,সাংবাদিক সরদার আবু সাঈদ,জাগো নিউজের জেলা প্রতিনিধি আকরামুল ইসলামসহ কয়েকশতাধীক মুসল্লী অংশ গ্রহণ করেন। জানাজার নামাজ পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক ইয়ারব হোসেন এর মাতৃ বিয়োগ এ’নিউজ সাতক্ষীরা পরিবারের সকল স্টাফগণ গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্নার শান্তি কামনা করেছেন।