আজহারুল ইসলাম সাদীঃ “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ভারত মৈত্রী সেতু বন্ধন অটুট থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৈত্রী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভা,
রোববার (৬ ডিসেম্বর-২০২০) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা পুরাতন আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক বাবু বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে সদস্য সচিব এডভোকেট আল মাহমুদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক এড. ওসমান গনি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. পঙ্কজ সরকার, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়তুল ইসলাম, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বন্ধোপধ্যায়, লুৎফর রহমান টুকু,
আব্দুর রহমান, আসাদুজ্জামান লাবলু, হামিদুজ্জামান সুজন, আজহারুল ইসলাম সাদী, আরিফুর রহমান জেমস,
এড. সুনিল ঘোষ,আফছার আলী, আশরাফুল ইসলাম,
আবু রায়হান, আবুল বাশার, গাজি আব্দুর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম, মন্টু কুমার দাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতা পেতো না যদি ভারত সহযোগিতা না করতো।
মুক্তিযুদ্ধে ভারত সার্বিক সহযোগিতা করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টায় সহযোগিতা করায় বক্তারা তৎকালীন ভারতের রাষ্ট্র প্রধান ইন্দ্রিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় বক্তারা আরো বলেন, সম্প্রতি একটি চক্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে যে, অন্যায় করেছে সেটা ক্ষমার অযোগ্য।
সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে বুঝতে আগ্রহী করে তুলতে হবে।