নিউজ সাতক্ষীরা ডেক্সঃ
নারীসহ আটক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে হেফাজত কর্মীরা। এ সময় হেফাজত কর্মীরা রয়েল রিসোর্টে ভাঙচুর চালায়।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকালে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। যদিও ওই নারীকে মামুনুল হক দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর হেফাজতের কর্মীরা রিসোর্ট ঘিরে ফেলে। এ সময় তারা রিসোর্টে ভাঙচুর করে মামুনুল হককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়।