আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃবঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্র ঘোষিত, মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে, দলের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংগঠনিক কার্যক্রম গতিশীল আনায়নের লক্ষে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে ১,২ ও ৩ নং ওয়ার্ডে মতবিনিময় সভা,
সোমবার (৩০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ৯ জানুয়ারী ২০২১ বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সর্বাত্মক ভাবে উদযাপনের জন্য নেতা কর্মিরা অঙ্গিকার ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলু’র সভাপতিত্বে ও আরিফুর রহমান জেমস এর পরিচালনায় মতবিনিময় করেন, বঙ্গবন্ধ পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল ইসলাম সাদী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পৌর ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আনারুল ইসলাম , সহ সভাপতি নুর ইসলাম, মোঃ মোসলেম আলি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পৌর ২ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, মন্টু দাশ, সাগর, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পৌর ৩নং ওয়ার্ড শাখার সভাপতি ইস্রাফিল হোসেন প্রমুখ।