আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলী’র তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,
গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনায় মঙ্গলবার (২৪ নভেম্বর দেবহাটা থানা পুলিশ দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মোঃ জিয়াদ আলির ছেলে আরাফাত হোসেন, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আব্দুল গফুর এর ছেলে মুকুল হোসেন(৪০), দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত্যু দবির উদ্দিন মৃধা এর ছেলে মোঃ সাহেব আলি (৩৮), দেবহাটা উপজেলার কুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত্যু মুন্তাজ গাজী’র ছেলে মোঃ জাকির হোসেন ও দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের আবু জাফর গাজী’র ছেলে মোঃ রাহানুর রহমান সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয় টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।