ডেক্স রিপোর্টঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুজিবর রহমান বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৬৪ ভোট।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৯৩ ভোট। এছাড়া আম প্রতীক নিয়ে এনপিপির অজিয়ার রহমান পেয়েছেন ৪০৬ ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুল কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, উপ নির্বাচনে ৩৮ দশমিক ৪৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।