আজহারুল ইসলাম সাদী,নিজস্ব প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ।
এই প্রকল্পের আওতায় ঘরের দাবিদার, সাতক্ষীরা জেলার, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী নিবাসী, অসহায় মৃত্যু খোদা বক্স মোড়লের ছেলে দিন মজুর, আব্দুছ সামাদ পেতে চায় সরকারি ঘর।
পাকা ঘরের অভাবে পরিবার পরিজন নিয়ে, অসহায় মানবেতর জীবন যাপন করছে সে।
সরেজমিনে জানা যায়, সেনেরগাতী নিবাসী আব্দুছ সামাদ মোড়ল এর কাঁচা ঘর আম্ফানের ঝড়ে, লন্ডভন্ড হয়ে যায়।
যার কারণে বর্তমানে, অত্যান্ত মানবেতর ভাবে পরিবার পরিজন নিয়ে বাঁশ তক্তা চটি ঘেরা ঘরে, মানবেতর ভাবে অতি কষ্টে, শীতের মাঝেও বসবাস করে আসছে?
পৈত্রিক ভিটা আছে কিন্তু সংসারে নানান অভাব অনটনের কারণে তুলতে পারছেনা বসতির জন্য বসতীর ঘর।
এমতাবস্থায় বর্তমান সরকারের অঙ্গিরার জমি আছে ঘর নাই -এর আওতায় ঘর পেতে চান এই পরিবারটি।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, অসহায় আব্দুছ সামাদ।