নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে ‘আমার মাস্ক-আমার সুরক্ষা’ এই স্লোগানকে সামনে নিয়ে বুধবার (৩১মার্চ) দুপুরের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাস্ক বিতরণ করা হয়। উপজেলার সামনে, পথচারী, ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমূূখ।