রেজওয়ান উল্লাহ,কলারোয়াঃসাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা মামলায় নিহত শাহিনুরের ছোট ভাই রাহানুুরকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক বিলাস কুমার মন্ডলের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি’র পরিদর্শক শফিকুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন।
শফিকুল ইসলাম জানান, ২৮ জন সাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রাহানুরের জবানবন্দী পর্যালোচনা সাপেক্ষে তাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। প্রসঙ্গত, ১৫ অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুরসহ তার পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়।
ওইদিন রাতে শাহিনুরের শ্বাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে। হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রাহানুরকে। পরে রাহানুর হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে জবানবন্দী দেয়।