কলারোয়া প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কলারোয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বলফিল্ড সংলগ্ন ভাষা শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন তারা।
পরে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন, ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। জাতিকে মেধাশূন্য করতেই এদেশীয় দোসরদের সহযোগিতায় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক বাহিনী। এখনো সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।
সভায় কলারোয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।