কলারোয়া প্রতিনিধিঃকলারোয়ায় থানা পুলিশি অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার এসআই রুবেল আহমেদ, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই আসলাম সিকদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৩ টার দিকে হিজলদী ফকিরপাড়াস্থ গ্রামের আমজাদ হোসেনের রান্না ঘরের গর্ত থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারের সময় আমজাদ হোসেন মনিকে (৩৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার হিজলদী (ফকিরপাড়া) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেফতারকৃতের নামে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।