1. mehedi22h@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
  2. ahmedbd3122@gmail.com : Ashik Ahmed : Ashik Ahmed
  3. ibrahimkholil607@gmail.com : Ibrahim kholil : Ibrahim kholil
  4. aburaian182@gmail.com : Raian Sakil : Raian Sakil
কলারোয়ার গ্রাম ডাক্তারদের সুরক্ষার জন্য Face shield প্রদান করলেন,এমপি মোস্তফা লুৎফুল্লাহ - নিউজ সাতক্ষীরা
শিরোনাম :
অপহরনের নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দী হলেন সাতক্ষীরার ৭ প্রতারক জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের ৯ম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ চরম ঝুঁকিতে উপকূলীয় জেলার প্রায় পাঁচ কোটি মানুষ বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ শ্যামনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শ্যামনগর ফুটবল একাডেমী নির্মানধীন কাজ চলছে আজ শ্যামনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। সাতক্ষীরায় ছাত্র-অধিকার পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ রানার ভাবনা জুড়ে এএফসি কাপ/ কিংসকে আরো উঁচুতে নিতে চান রানা/ রানার জগত জুড়ে বসুন্ধরা কিংস আর একাডেমি শ্যামনগর ফুটবল একাডেমিতে ক্রীড়া সামগ্রী প্রদান করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।

কলারোয়ার গ্রাম ডাক্তারদের সুরক্ষার জন্য Face shield প্রদান করলেন,এমপি মোস্তফা লুৎফুল্লাহ

  • আজকের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

রেজওয়ান উল্লাহ,কলারোয়াঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম ডাক্তারদের সুরক্ষার জন্য গ্রাম ডাক্তার দের মাঝে Face shield প্রদান করা হয়ছে।সাতক্ষীরার তালা- কলারোয়া ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে ৪০০ গ্রাম ডাক্তার এর মাঝে Face shield প্রদান করেন।১৮(জুন)বুধবার সকাল ১১ টার সময় কয়লা ইউনিয়ন কাউন্সিল মিলনায়তন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান হয়।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম এর কাছে Face Shield গুলো হস্তান্তর করেন এমপি।এ সময় উপস্থিত ছিলেন কলাররোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, ওয়াকার্স পার্টির উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঃরউফ,বিসিডিএসের কলারোয়া শাখার সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরান হোসেন সহ ১২ টি ইউনিয়নের বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম Face shield গ্রহন কালে বলেন, এগুলো গ্রাম ডাক্তার করোনাভাইরাস সুরক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জীবন আমার আমার জীবন আমাকে রক্ষা করতে হবে, এটা অন্য কেউ রক্ষা করতে পারে না। আমি যদি আমার জীবন রক্ষা করে তাহলে আমার পরিবারের সদস্যদের ওগ্রাম জনপদের জীবন রক্ষা হবে। পড়ো না ভাইয়েরা এখন ঊর্ধ্বমুখী আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করি এবং জনসমাগম ও চায়ের দোকান পাট এড়িয়ে চলি।

কলারোয়া উপজেলাকে লকডাউন দেওয়া হবে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, লকডাউন কোন সমাধান নয়, সমাধান হচ্ছে নিজেদের রক্ষা করা। পুলিশ কোনদিন লকডাউন সফল করতে পারবে না যদি না জনগণ নিজেরাই ললকডাউনের দায়িত্ব না নেয়।

ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 newssatkhira.com
Site Customized By Mehedi Hasan