বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়ায় জাহাজমারী (এবি)পার্কে পতিতা বৃত্তি করার অপরাধে নারী ও পুরুষ সহ ৮জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার যুগিখালীর জাহাজমারী(এবি) পার্ক থেকে তাদের আটক করা হয়। থানা পুলিশ জানায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ওই পার্কে অবৈধ ভাবে দেহ ব্যবসায়ার জন্য কিছু ছেলে মেয়ে জড়ো হয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। সেখান থেকে উপজেলার যুগিখালী গ্রামের নুর ইসলাম ঢালীর ছেলে ছানারুল ইসলাম (৩০), সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ার মাধবকাটি গ্রামের সেলিম হোসেনের ছেলে সাগর হোসেন (১৯), যশোরের মনিরামপুর উপজেলার পশ্চিমপাড়ার যোলখাদা গ্রামের আবুল কাশেমের ছেলে মাহবুবুর রহমান (৩০), একই উপজেলার লক্ষনপুর গ্রামের মমিন বিশ্ববাসের ছেলে শাহ আলম বিশ্বস (৩০), সাতক্ষীরার বাশদহ গ্রামের মনতাজুল ইসলামের স্ত্রী (২৫), মনিরামপুর থানার আটঘরা গ্রামের সামসুল মোল্লার স্ত্রী (২৬), সাতক্ষীরা সদরের বাশদহ মাঝের পাড়া এলাকার আনিছুর রহমানের স্ত্রী (১৯), মনিরামপুর থানার তাজপুর গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী (২১)। এদের বিরুদ্ধে কলারোয়ায় থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য এর আগেও জাহাজবাড়ি পার্কে পতিতাবৃত্তি করার সময় কয়েকজন পতিতা খদ্দেরসহ আটক হয়।
ঔ এলাকার সচেতন মহল কলারোয়া উপজেলাসহ যুগিখালী ইউনিয়নের সম্মান বজায় রাখতে পার্কটি অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে।